Wikipedia

Search results

Thursday, 3 September 2020

"কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন,,

সিলেট


প্রতিনিধিঃখাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান” প্রধানমন্ত্রীর নির্দেশিত ও  কর্মসূচি অংশ হিসাবে সিলেটের কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মুখে  বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


আজ  সকালে  আনসার ও ভিডিপি  কানাইঘাট উপজেলা অফিস এর আয়োজনে উক্ত এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি কানাইঘাট উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। 


এসময় বক্তরা বলেন,বৃক্ষ রোপন কর্মসূচী  যেকোন দেশের জন্য খুবই তাৎপর্যবহ।যেকোন দেশের জন্য মূল ভূখন্ডের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা বাঞ্ছনীয়। কেননা বনভূমি দেশকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে অধিক বৃক্ষ রোপণের জন্য আমাদেরকে তৎপর হতে হবে।তাই আসুন প্রত্যেককে বাড়ীর আনাচেকানাচে, রাস্তার দুপাশে,পুকুরপাড়ে, নদীতীরে সর্বত্র বৃক্ষ রোপন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের মানাবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,

উপজেলা আনাসার কামান্ডার  ইসলাম উদ্দিন,  উপঃ মহিলা কামান্ডার হাসনা বেগম প্রমুখ।

No comments:

Post a Comment