Wikipedia

Search results

Thursday, 3 September 2020

রংপুরের দাবানল সম্পাদকের মৃত্যুতে বিএমএসএফ'র গভীর শোক প্রকাশ

 



ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২০: দৈনিক দাবানল সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই। আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।


 তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ গভীর শোক প্রকাশ করেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। 


তবে তার জানাযা ও দাফনের সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

"কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন,,

সিলেট


প্রতিনিধিঃখাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান” প্রধানমন্ত্রীর নির্দেশিত ও  কর্মসূচি অংশ হিসাবে সিলেটের কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মুখে  বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


আজ  সকালে  আনসার ও ভিডিপি  কানাইঘাট উপজেলা অফিস এর আয়োজনে উক্ত এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি কানাইঘাট উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম। 


এসময় বক্তরা বলেন,বৃক্ষ রোপন কর্মসূচী  যেকোন দেশের জন্য খুবই তাৎপর্যবহ।যেকোন দেশের জন্য মূল ভূখন্ডের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা বাঞ্ছনীয়। কেননা বনভূমি দেশকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে অধিক বৃক্ষ রোপণের জন্য আমাদেরকে তৎপর হতে হবে।তাই আসুন প্রত্যেককে বাড়ীর আনাচেকানাচে, রাস্তার দুপাশে,পুকুরপাড়ে, নদীতীরে সর্বত্র বৃক্ষ রোপন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় প্রেসক্লাবের মানাবাধিকার বিষয়ক সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,

উপজেলা আনাসার কামান্ডার  ইসলাম উদ্দিন,  উপঃ মহিলা কামান্ডার হাসনা বেগম প্রমুখ।

Wednesday, 2 September 2020

কানাইঘাটে বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,,

 বিশেষ প্রতিনিধি:

 সিলেটের কানাইঘাটে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা সেপ্টেম্বর রাতে পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।  এসময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়া তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পৌর যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া হাবিবের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুবেল আহমেদ এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সমবায় বিষয়ক সম্পাদ ও কানাইঘাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, কানাইঘাট পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিক আহমেদ, পৌর বিএনপির সদস্য জালাল আহমেদ, সদস্য আলমাছ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি এম সাজ্জাদুর রাহমান সাজ্জাদ,সিলেট জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশিদ মামুন, যুগ্ম সম্পাদক হেলাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ রনি, ৫নং ইউপি যুবদলের সাবেক সাধারন সম্পাদক শামিম হোসেন বাদল, ৩নং ইউপি যুবদলের সাবেক সভাপতি জয়নুল আবদিন, ৪নং ইউপি যুবদল নেতা জিল্লুর রহমান ফারুকী, ২নং ইউপি যুবদল নেতা সাইফুর রহমান, ২নং ইউপি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা মারুফ আহমেদ, উপজেলা যুবদল নেতা রুহেল আহমেদ চৌধুরী, উপজেলা যুদলনেতা জাহিদ আহমেদ, উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান, পৌর যুবদল নেতা শামিম আহমেদ, যুবদল নেতা নুরুল আমীন, সাবেক ছাত্রদল নেতা রুহুল ইসলাম, যুবদল নেতা মাসুদূর রহমান মাসুম, কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম, এইচ আল-আমিন,কানাইঘাট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম, সিলেট সরকারী কলেজ ছাত্রদল নেতা  শিপলুজ্জামান, কলেজ ছাত্রদল নেতা রেজওয়ানুল করিম, কলেজ ছাত্রদল নেতা প্রিন্স সোহেল, পৌর ছাত্রদল নেতা মুমিন রশিদ, ছাত্রদল নেতা আব্দুল করিম চৌধুরী, সালমান আহমেদ,আখতারুজ্জামান, হিফজুর রহমান, মারুফ আহমেদ, সামিম আহমদ, ফখরুল ইসলাম ফজু, নজরুল উসলাম, সেলিম আহমেদ ভেনি, এ এস আমান, এস.কে শাকিল, ৭১ প্রজন্ম নেতা আবুল হারিছ, কামিল আহমেদ, মাহাত ফয়েজ, আশরাফ আহমেদ, শাকিব আহমেদ, শিহাব মুন্না, বখতিয়ার আহমেদ, রাজু আহমেদ, ইমরান আহমেদ প্রমুখ।


Tuesday, 1 September 2020

লাইভ চলাকালে সাংবাদিককে বাঁধা ও লাঞ্ছিত: বিএমএসএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ



 ময়মনসিংহে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। হামলা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারেরও দাবি করা হয়।

এক সংবাদ বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, দূর্ণীতিবাজদের পথেরদাবী কাটা কেবল সাংবাদিকরা। এই সাংবাদিকদের স্তব্ধ করে দিতে পারলেই রাষ্ট্রকে লুটপুটে খেতে আর বাঁধা দেয়ার কেউ থাকবেনা। প্রাপ্ততথ্যে জানাগেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার নূন্যতম সেবা বলতে কিছু নেই। সিন্ডিকেটের মাধ্যমে চলছে সেবা। স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের সিন্ডিকেট কোনভাবেই চলতে পারেনা। ঐ খবর প্রচার করতেই সাংবাদিকরা সেখানে গিয়েছিলো। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে এখনই ব্যবস্থা নেয়া উচিত।

উল্লেখ্য, ৩১ আগস্ট নিউজ ২৪ টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ময়মনসিংহে কর্মরত সৈয়দ নোমান সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান পেশাগত কাজে। সকাল সোয়া ১০ টার দিকে ভবনের সামনে থেকে করোনায় চিকিৎসা ব্যবস্থার আপডেট জানিয়ে টেলিভিশনে লাইভ দেয়ার সময় তাকে বাঁধা দেয় আবুল কালাম আজাদ নামে এক লোক।

এসময় সে আজাদ নিজেকে হাসপাতালের আউটসোর্সিং এর ডিরেক্টর পরিচয় দিয়ে লাইভ করতে নিষেধ করে। যা ঠিক লাইভ শুরু করার আগ মূহুর্তে। এসময় সাংবাদিক নোমান পেশাদারিত্বের পরিচয় দিয়ে প্রতিকূলতা কাটিয়ে লাইভটি শেষ করেন। পরে কালামের কাছে কাজে বাঁধা প্রদান করার কারন জানতে চান।

এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সমাজকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেন। জানতে চান কার অনুমতি নিয়ে লাইভ করা হচ্ছে? এক পর্যায়ে ক্যামেরাকে নিয়েও টানা হেঁচড়া করে সিফাত নামের আরেক সুপারভাইজার। দীর্ঘক্ষণ শ্বাসানোর পর তারা হাসপাতালের ভেতরে নিয়ে যাবার চেষ্টা চালায় নোমান এবং নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন শৈবাল দাসকে।

ঘটনার শুরুতেই নোমান বিষয়টি হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে অবগত করলে সেখান থেকেও অবহেলিত হন। অবশেষে দীর্ঘক্ষণ ধৈর্যবান হয়ে হেনস্থাই মাথা পেতে নিয়ে সেবার আশ্রয়স্থল থেকে ফিরে আসেন সাংবাদিকরা।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দেয়া হয়।