ইউনাইটেড ফর আর্জেন্টিনা’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছেন আর্জেন্টাইন অ্যাথলিটরা। ফুটবলার থেকে শুরু করে হকি, বাস্কেটবল, টেনিস খেলোয়াড়রা ভিডিও বার্তা দিয়েছেন তাদের সমর্থকদের। সেখানে, করোনা প্রতিরোধে ঘরে থাকার আহ্বান করেন তারা। এদিকে, করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ থাকায় দেশে ফিরে নৌবাহিনীতে যোগ দিয়েছেন কোরিয়ান ফুটবলার সন হিউ মিন। আর করোনার প্রভাবে চাকরি হারালেন আরব আমিরাতের কোচ ইভান ইয়াভানোভিচ।
ইমানূয়েল নোবিলি, লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, মার্টিন ডেলপোর্ট কিংবা লুসিয়ানা আয়মার। নামগুলো কি পরিচিত লাগছে? ওহ, নাম আরো একটা আছে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনা ফুটবল নিয়ে টুকটাক খবর রাখেন, এমন যে কেউই চিনে যাবেন সবাইকে।
ইমানুয়েল আর আয়মারের নামটা অপরিচিত লাগাটা স্বাভাবিক। তাদের ইভেন্ট দুটি এখনো ততটা জনপ্রিয় নয় বাংলাদেশে। তবে, আর্জেন্টিনাতে স্টারডামে কোন অংশেই পিছিয়ে নেই তারাও। একজন বাস্কেটবল, আরেকজন নারী হকিতে দেশটির কিংবদন্তীতুল্য। আর মার্টিন ডেলপোর্ট তো টেনিস কোর্টের পরিচিত এক নাম।
করোনাভাইরাস ভাবিয়ে তুলেছে এ সুপারস্টারদেরও। হোম কোয়ারেন্টিনে থাকা এরা সবাই, এবার দাঁড়িয়েছেন এক ছাতার নীচে। শুরু করেছেন, ইউনাইটেড ফর আর্জেন্টিনা ক্যাম্পেইন। সেখান সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন এই তারকারা। দিয়েছেন নানা পরামর্শ।
এ মুহূর্তে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে আলবেসিলেস্তাদের দেশে। ১৬২৮ জন আক্রান্ত হলেও, সুস্থ হয়েছেন মাত্র ৩২৫ জন। গুরুতর অবস্থায় মৃত্যূর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ৯৪ জন। দেশের এ ভয়াবহ অবস্থায়, সবাইকে ঘরে থেকে করোনা প্রতিরোধে সরকারকে সাহায্য করার উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি, গৃহহীন-নিম্নবিত্ত মানুষের খাবারের জন্য সাহায্য প্রার্থনাও করেছেন অনেকে।
সময়টা আতঙ্কিত হওয়ার মতো হলেও, মানসিক দৃঢ়তা ধরে রাখতে সমর্থক এবং দেশবাসীকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাথলিটরা।
করোনার কারণে নেই কোন খেলাধুলা। নেই অনুশীলন, কিংবা সূচির ব্যস্ততা। শরীর ফিট রাখতে তাই নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় ফিরে নৌবাহিনীতে যোগ দিলেন টটেনহামের ফুটবলার সন হিউ মিন। ২০ এপ্রিল থেকে ভলকানিক জেজু দ্বীপে নবম মেরিন ব্রিগেডে যোগ দিবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্পার কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বাধ্যতামূলক ২১ মাস সশস্ত্র বাহিনীর ট্রেনিং নিতে হয়। তবে, ২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের পর, এ নিয়ম থেকে নিস্তার পেয়েছিলেন সন হিউ মিন।
কোভিড-১৯ এর কারণে এবার চাকরি হারালেন আরব আমিরাতের সার্বিয়ান কোচ ইভান ইয়োভানোভিচ। নতুন দায়িত্ব পাওয়ার পর ডাগ আউটে দাঁড়ানোর সুযোগটাও পেলেন না তিনি। নিজেদের ওয়েবসাইটে সংবাদটির সত্যতা স্বীকার করেছে আমিরাত কর্তৃপক্ষ।
তার সঙ্গে ৬ মাসের চুক্তি ছিলো আরব আমিরাতের। কিন্তু, ফিফার পক্ষ থেকে জুন পর্যন্ত সকল খেলা স্থগিত করার কারণে, আপাতত আর কোচ প্রয়োজন নেই আমিরাতের।
নেইমার বার্সেলোনা নাটকে এবার নতুন চরিত্রের আগমন ঘটলো। স্পেনের বিশ্বকাপ এবং ইউরো জয়ী কোচ ভিসেন্তে ডেল বক্স। নেইমারকে না কেনার জন্য আহ্বান জানিয়েছেন বর্ষিয়ান এ ফুটবল গুরু। তার মতে, কাতালান ক্লাবটি থেকে নেইমার যেভাবে চলে গিয়েছিলো, তা খুবই অসম্মানজনক ছিলো বার্সেলোনা ক্লাব এবং সমর্থকদের জন্য।
No comments:
Post a Comment