আন্তজার্তিক মফস্বলটিভি:
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে দিল্লির তাবলিগ জামাতের কারানায় আক্রান্তদের চিকিৎসার পরিবর্তে গুলি করে মারা উচিত বলে
বিতর্কিত মন্তব্য করেছেন। যদিও সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে আরও বেশি গণজমায়েত হলেও কট্টরপন্থী হিন্দু মৌলবাদীরা নিশ্চুপ ছিলেন। ঠাকরে শনিবার এ মুসলিমবিদ্বেষী মন্তব্য
করেন। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে এক কর্মসূচি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র ভারতজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও
মুসলিমবিদ্বেষী অপপ্রচারের মধ্যে এমএনএস প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এল। খবর এনডিটিভির। রাজ ঠাকরে বলেন, নিজামুদ্দিনের মারকাজের সঙ্গে সংশ্লিষ্ট তাবলিগ জামাতের লোকদের
ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি। এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। মারকাজের সঙ্গে জড়িত এ ধরণের লোকের ঔদ্ধত্য সহ্য করার
মতো নয়। এ কারণে তাদের চিকিৎসা করার দরকার নেই, বরং তাদের গুলি করে মারা উচিত। এই মারাত্মক সঙ্কটে পুলিশ, নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। যদি তাদের
ওপরে আক্রমণ করা হয় তবে আক্রমণকারীকে শিক্ষা দেয়া উচিত। রাজ ঠাকরে আরও বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে।
এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিগ জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত।
No comments:
Post a Comment