মফস্বল শিক্ষা সংবাদ:
সিলেটের কানাইঘাট উপজেলার বিদ্যাপীঠ আলহাজ্ববশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে রজত জয়ন্তী, শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি আলহাজ্ব বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল আলম বিলাল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মখলিছুর রহমান ও দেলওয়ার হোসাইন এর যৌথ পরিচালানায় প্রধান শিক্ষক নুরুল আমিনের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালায়ের কলেজ পরিদর্শকব তাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান ও সভানেত্রী কানাইঘাট উপজেলা মহিলার আওয়ামিলীগ, বক্তব্য রাখেন, আব্দুল বাসিত প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এমসি কলেজ সিলেট,বক্তব্য রাখেন শফিউল আলম জুয়েল ব্যক্তিগত কর্মকর্তা মাননীয় পররাষ্ট্র মন্ত্রী , এখলাছে এলাহী সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা, এড.আব্দুছ ছাত্তার এ.পিপি সিলেট জজ কোর্ট, এড.তাজ উদ্দীন মাখন সিনিয়র আইনজীবী সিলেট জজ কোর্ট , কবির আহমেদ সভাপতি ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থা , আব্দুল মতিন প্রধান শিক্ষক গাছবাড়ি ইউনাইটেড কিন্ডারগার্টেন, লুকমান আহমেদ প্রধান শিক্ষক গাছবাড়ি পাবলিক স্কুল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ মানাবাধিকার সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,সাংবাদিক জায়নাল আবদীন,অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন, আবুল কালাম, জয়নাল , রুহেল,ইলিয়াস , বুলবুল,শরফ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটির প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিল কমলমোতি শিক্ষার্থীবৃন্দ।
No comments:
Post a Comment