Wikipedia

Search results

Monday, 30 March 2020

দিল্লিতে করোনায় তাবলিগ জামাতের ৬ জনের মৃত্যু

ভারতের নয়া দিল্লিতে তাবলিগ জামাতে অংশ নেয়া ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) তেলেঙ্গানার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে কাশ্মীরের শ্রীনগরেও একজনের মৃত্যু হয়, তিনিও ওই জমায়েতে অংশ নিয়েছিলেন।

গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত থেকেই নয়; সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন। ওই তাবলিগ জামাতে অংশ নেয়া ৩ শতাধিক মানুষকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এখন হাসাপতালে আইসোলেশনে রয়েছেন।

মহামারি করোনা ভাইরাস ভয়াবহ সংক্রামক হওয়ায় মসজিদের ওই জামাতের মাধ্যমে ভাইরাসটি ভারতজুড়ে ব্যাপক হারে মানুষকে সংক্রমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জমায়েতে অংশ নেয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২ হাজার মানুষকে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে।
সূত্র সময়টিভি

Sunday, 29 March 2020

ইউরোপে মধ্যরাত থেকে  বদলে যাবে সময়,,



আন্তর্জাতিক মফস্বল ডেস্ক

আজ থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা বাড়িয়ে দিচ্ছে ইউরোপ। প্রযুক্তিময় বর্তমান বাস্তবতায় ইন্টারনেট সংযুক্ত ঘড়ি, টেলিভিশন, এনড্রোয়েড় কিংবা আ্যাপল ডিভাইসে বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে এ সময় বদলে যাবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে ইউরোপের সময় ব্যবধান পাঁচ ঘণ্টা থেকে কমে চার ঘণ্টা হয়ে যাবে।

রোববার দিবাগত রাত দুইটার সময় ঘড়ির কাঁটা তিনটার কাঁটায় এগিয়ে নেওয়া হবে।

দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষে ইউরোপে বছরে দুবার এ ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করার জন্য ঘড়ির কাঁটা একবার এক ঘণ্টা সামনে ও আরেকবার এক ঘণ্টা পেছনে পরিবর্তন করা হয়। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

প্রথম মহাযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশজুড়ে দিনের আলো সাশ্রয়ের জন্য ‘ডে লাইট সেভিং’ চালু হয়।

১৯১৬ সালে ফ্রান্স এ পদ্ধতি অনুসরণ শুরু করলেও ১৯৪৫ সালে আবার বাতিল করে দেয়। পরবর্তীতে ১৯৭৩ সাল থেকে ফ্রান্স আবার নতুন করে এ পদ্ধতি অনুসরণ  করে এবং ১৯৯৮ সালে ইউরোপ জুড়ে এ ডে লাইট সেভিং পদ্ধতি চালু করা হয়।

   সূত্র সময়টিভি

করোনা থেকে সচেতন থাকার জন্য কানাইঘাটে প্রশাসনের বিরামহীন তৎপরতা: ৬০ পরিবারকে সহায়তা

মফস্বল ডেস্ক:

নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে সচেতন করার জন্য কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম ও থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন।করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রশাসনের নানা ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আপাময় জনসাধারণ। প্রতিদিন বিশেষ করে উপজেলা হাট-বাজারগুলোতে স্বাস্থ্য নির্দেশিকা বিলি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং, সরকারী আদেশ মেনে দোকান পাট বন্ধ, জটলা বেঁধে চলাফেরার উপর কঠোর মনিটরিং এবং সরকারী আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়ও করছেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান।পাশাপাশি উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে সক্রীয় রয়েছেন। করোনা সংক্রমণ থেকে উপজেলাবাসীকে সচেতনতা করতে প্রশাসনের কঠোর ভ‚মিকার কারনে জনগণের মধ্যে সচেতনতা অনেকটা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি প্রতিদিন প্রশাসনের মাধ্যমে প্রবাস ফেরতদের মনিটরিং এবং তাদের হোম কোয়ারেন্টাইনে রাখতে নজরদারি অব্যাহত রয়েছে। অপরদিকে করোনা ভাইরাসের কারনে উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে।বিশেষ করে দরিদ্র দিনমজুর ও শ্রমজীবিরা চরম বিপাকে পড়েছেন। বাড়িতে থাকার কারনে কাজ করতে পারছেন না তারা। সরকারী উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার একেবারে হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কিছু খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও জনপ্রতিনিধিরা এরই ধারাবারিকতায় শনিবার উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ৬০জন দুস্থ, দরিদ্র, প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তৈল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান।এ সময় তাদের সাথে ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা।

Friday, 27 March 2020

যারা এখনও পত্রিকার প্রিন্ট ভার্সন চালু রেখেছেন তারাই গণমাধ্যম বিরোধী: বিএমএসএফ

 করোনা ইস্যুতে বিএমএসএফ দেশের
সাংবাদিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে প্রিন্ট
পত্রিকা বন্ধ রেখে অনলাইন চালু রাখার অাহবান করায় কেউবা
এটাকে গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান বলছেন। বিএমএসএফ
এর তীব্র প্রতিবাদ জানায়।
বিএমএসএফ সবসময় গণমাধ্যমের স্বার্থেই কথা বলে,
আগামিতেও বলবে। ইতিমধ্যে দেশের অধিকাংশ পত্রিকা
তাদের অনলাইন চালু রেখে প্রিন্ট ভার্সন বন্ধ ঘোষণা
করেছেন তাদের প্রতি দেশের সাংবাদিকদের পক্ষ
থেকে বিএমএসএফ কৃতঞ্জতা জানায়।
বিএমএসএফ'র সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক
আহমেদ আবু জাফর বলেন, আমরা কখনো গণমাধ্যমের
বিরুদ্ধে নয়। বরং আপনারা সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা না
করে তাদের নিরাপত্তা পোশাক না দিয়ে পত্রিকা চালু
রেখেছেন ও ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করছেন,
আপনারাই সাংবাদিক ও গণমাধ্যম বিরোধী।
বিএমএসএফ'র পক্ষ থেকে দেশে কর্মরত অপেক্ষাকৃত
অর্থনৈতিক দূর্বল সাংবাদিকদের করোনা ইস্যুতে আর্থিক
সহযোগিতা করার জন্য সরকারের নিকট দাবি করা হয়।
দেশের এই মহামারী ক্রান্তিকালে করোনার ভয়ে
অনেকই প্রিন্ট পত্রিকা ক্রয় কিংবা ধরতেই চায়না।
বরং আপনারা সরকারের stay home নিয়মনীতি তোয়াক্কা না
করে সাংবাদিকদের বাইরে অনিরাপদে রাখছেন।
তাই এখনও যারা পত্রিকাটির প্রিন্ট ভার্সন চালু রেখে সাংবাদিক,
প্রেস কর্মচারীদের অনিরাপদ রেখেছেন আজই
ঘোষণা দিয়ে প্রিন্ট ভার্সন বন্ধ রাখুন।

Thursday, 26 March 2020

সাংবাদিকরা বেঁচে থাকলে পত্রিকা চলবে,মরে গেলে নয়: বিএমএসএফ

 পত্রিকা বন্ধ নয়! মহামারী করোনায় সাংবাদিকদের কথা চিন্তা করে অনলাইন ভার্সন চালু রেখে প্রিন্ট ভার্সন বন্ধ রাখার দাবি করা হয়েছে। তাতে দেশের হাজার হাজার সাংবাদিক ও অফিস এবং প্রেসের কর্মকর্তা-কর্মচারী জীবনের নিরাপত্তা পাবেন।
ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কিছু সচেতন ও মানবিক সম্পাদকরা তাদের পত্রিকার প্রিন্ট ভার্সন পত্রিকা বন্ধ করে অনলাইন চালু রেখেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাদের প্রতি কৃতঞ্জতা জানানো হয়েছে এ কারনে যে তারা দেশের এই সংকটময় মহামারি মূহুর্তে তারা সাংবাদিকদের জীবনের কথা চিন্তা করে পত্রিকার প্রিন্ট ভার্সনটি বন্ধ করেছেন।
আমরা জানতে পেরেছি ঢাকার আংশিক পত্রিকাসহ সিলেট, রাজশাহি, চট্টগ্রামের আংশিক, খুলনা এবং বরিশালের কিছু পত্রিকা আজ থেকে বন্ধ রাখা হবে। এছাড়া কক্সবাজারের বেশকিছু পত্রিকা গতকাল বুধবার থেকেই বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ইতিমধ্যে খুলনা হকার্স ইউনিয়নের নেতারা পত্রিকা গ্রহন না করার জন্য সংশ্লিষ্টদের নিকট চিঠি পাঠিয়েছেন। করোনা ছড়াতে পারে এই ভয়ে অনেক গ্রাহক পত্রিকা রাখাও বন্ধ করে দিয়েছেন। যেখানে অফিস, আদালত,দোকানপাট,
শিল্পকারখানা সব কিছুই বন্ধ। সেখানে কারা পত্রিকার গ্রাহক হবেন!
যেসকল পত্রিকা এখনও বন্ধ ঘোষণা করেননি দয়া করে নিজেদের স্বার্থের কথা বাদ দিয়ে সাংবাদিকদের জীবনের কথা বিবেচনা করে আজই আপনার পত্রিকাটির প্রিন্ট ভার্সন বন্ধের ঘোষণা করুন। একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেতো আপনি তখন ওই সাংবাদিককে চিনবেনই না। কখনও আপনি দেখেননি, এমনকি নামও শোনেননি। আমরা বাঁচতে চাই। সরকারের ঘোষণা অনুযায়ী ঘরে থাকতে চাই, নিরাপদে বাঁচতে চাই।
ইতিমধ্যে করোনা ইস্যুতে বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা লাঞ্ছিতের খবরও পাওয়া গেছে। সাংবাদিকদেরতো কোন নির্ধারিত পোশাক নেই। পাবলিকের কাতারে তাদেরকে লাঞ্ছিত হত হচ্ছে।
অবিলম্বে আপনি সম্পাদক আপনার নিজ দায়িত্বে পত্রিকাটির প্রিন্ট ভার্সন আজই বন্ধ রাখুন। অনলাইন ভার্সনে নিয়মিত সংবাদ ও বিজ্ঞাপন প্রকাশ করবেন। সাংবাদিকেরা বেঁচে থাকলে পত্রিকা চলবে, মরে গেলে নয়।

Wednesday, 25 March 2020

সিলেটে পত্রিকা ছাপা বন্ধ আগামী কালথেকে,,



করোনা ভাইরাস বিস্তারের কারণে গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের দৈনিক পত্রিকাগুলো প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ ছাপানো বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে পত্রিকা পাঠকের হাতে পৌঁছানো কষ্টকর। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পত্রিকাগুলো আবার প্রকাশ কর হবে বলে সম্পাদকরা সিদ্ধান্ত নেন।

প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধের আওতায় আনা উচিত: বিএমএসএফ


 মহামারী করোনা মোকাবেলায় দেশের প্রিন্ট পত্রিকাগুলোকে বন্ধ রেখে অনলাইন সংস্করণের আওতায় আনার দাবি করা হয়েছে। যেখানে পত্রিকাগুলো বিজ্ঞাপনও অনলাইন ভার্সনে চালু রাখতে পারবেন। করোনা ভাইরাস এড়াতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে সরকার ও গণমাধ্যমের নিকট এমন দাবি করা হয়েছে।
বুধবার বিএমএসএফ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, এমননিতেই করোনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ হিমশিম খাচ্ছে। কোনভাবেই বাংলাদেশ ঝুঁকিমুক্ত নয়। কাগজের মাধ্যমেও করোনার ভাইরাস ছড়াতে পারে। দৈনন্দিন দেশে লাখলাখ পত্রিকা মানুষের হাতবদল হয়। পত্রিকার মাধ্যমেও কোন না কোন ভাবে ভাইরাস ছড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ ছোঁয়াচে ভাইরাসটি নানা ভাবে বিস্তার ঘটছে। তবে পেপার পত্রিকার মাধ্যমেও এর বিস্তার ঘটতে পারে। দৈনিক লাখ লাখ পত্রিকা বিভিন্ন জনের হাতঘুরে গ্রাহকের হাতে পৌঁছে থাকে। সেক্ষেত্রে ঐ গ্রাহকও নিরাপদ নয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা পত্রিকা রাখাও বন্ধ করে দিয়েছেন।
এ অবস্থায় দেশের পত্রিকাগুলোকে আপাদত করোনা ঝুঁকিকালীন সময়ে প্রিন্ট সংস্করণ বন্ধ রেখে অনলাইন সংস্করণ চালুর দাবি করা হচ্ছে।
প্রিন্ট পত্রিকা বন্ধ হলে বিশ্বব্যাপী করোনা দূর্যোগ মোকাবেলায় দেশের গণমাধ্যম সমুহে কর্মরত সাংবাদিক, অফিস কর্মকতা-কর্মচারী, প্রেসের কর্মচারীরাও ছুটি পেতো। সরকারের ঘোষণা অনুযায়ী আগামিকাল ২৬ মার্চ থেকে ১০ দিনের ছুটিতে থাকছে বাংলাদেশ। তবে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টদের কোন ছুটি নেই। তারা অনিরাপদ উপায়ে সংবাদ সংগ্রহ এবং পত্রিকা প্রিন্টের কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে গোটা দেশ লকডাউন পদ্ধতি অবলম্বন করছেন সেখানে মিডিয়া পাড়া এখনও সরগরম।
এদিকে বিএমএসএফ’র পক্ষ থেকে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা পোশাক প্রদানের জন্য সরকারের নিকট দাবি করা হয়েছে। সংবাদকর্মীরা অনিরাপদ অবস্থায় তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলছেন। বিষয়টি সরকারকে বিবেচনায় আনার আহবান জানানো হয়েছে।

Tuesday, 24 March 2020

'"করোনাভাইরাসে বিশ্বজুড়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে,,

করোনাভাইরাস সংক্রমণ সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো কারফিউ জারির মতো সিদ্ধান্তে গেছে। কোয়ারেন্টিনে চলে গেছেন জার্মানির চ্যান্সেলর। শঙ্কা দেখা দিয়েছে জাপানে আসন্ন অলিম্পিক আয়োজন নিয়ে। করোনাভাইরাসের কারণে গত কয়েক ঘন্টায় বিশ্বে আরও যেসব ঘটনা ঘটেছে।
সৌদিতে কারফিউ:
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবের কর্তৃপক্ষ তিন সপ্তাহের জন্য রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে। কারফিউ ঘোষণা করেছে কুয়েত ও বাহরাইনও।
যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সুপ্রিম লিডার।
টেলিভিশনে বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন যে আমেরিকা ইরানের সবচেয়ে বড় শত্রু এবং এই মহামারির পেছনে আমেরিকাকে দায়ী করছেন তিনি। ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত দিয়ে তিনি এই মন্তব্য করেন।
আমি জানি না যে এই অভিযোগ কতটা বাস্তব, কিন্তু বর্তমান পরিস্থিতিকে কারা সরল মনে বিশ্বাস করবে যে আপনাদের থেকে ওষুধ নেয়া নিরাপদ? হয়তো আপনাদের ওষুধের মাধ্যমেই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়তে পারে।
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সুপ্রিম লিডার।
টেলিভিশনে বক্তৃতায় আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন যে আমেরিকা ইরানের “সবচেয়ে বড় শত্রু” এবং এই মহামারির পেছনে আমেরিকাকে দায়ী করছেন তিনি। ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত দিয়ে তিনি এই মন্তব্য করেন।
আমি জানি না যে এই অভিযোগ কতটা বাস্তব, কিন্তু বর্তমান পরিস্থিতিকে কারা সরল মনে বিশ্বাস করবে যে তোমাদের থেকে ওষুধ নেয়া নিরাপদ? হয়তো আপনাদের ওষুধের মাধ্যমেই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়তে পারে।
কোনও প্রমাণ না দিয়েই তিনি অভিযোগ করেন যে ভাইরাসটি “এই ভাইরাসটি ইরানীদের জন্য তৈরি করা হয়েছে। এবং এজন্য তারা বিভিন্ন উপায়ে ইরানীদের জিনগত তথ্য সংগ্রহ করেছে।”
ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা না তুলে সহায়তা দেয়ার প্রস্তাবকে আমেরিকা ভণ্ডামি বলে অভিযোগ তুলেছেন অন্যান্য ইরানী কর্মকর্তারা।
করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইরান বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটিতে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত রেকর্ড করা হয়েছে এই ইরানে। যা ২১,৬০০ জনেরও বেশি। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬৮৫ জনে। তবে আশঙ্কা করা হচ্ছে যে ইরানে সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
কোয়ারেন্টিনে গেলেন জার্মানির চ্যান্সেলর
করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক যোগাযোগ এবং দুইজনের বেশি লোকের সমাবেশকে নিষিদ্ধ করেছে জার্মানি। পুরো পরিস্থিতি দেখভালের দায়িত্বে কাজ করছে পুলিশ।
এর আওতায় বিউটি পার্লার, সেলন, এবং ম্যাসেজ স্টুডিওগুলি বন্ধ করা হয়েছে। এছাড়া অতি জরুরি নয় এমন পণ্যের দোকান ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে।।
রেস্তোরাঁগুলোকে কেবল টেকওয়ে বা খাবার নিয়ে যাওয়া পরিষেবার জন্য অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ রেস্তোরাঁয় আর বসে খাওয়ার সুযোগ নেই।
দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, সংক্রমণের হার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হল আমাদের নিজস্ব আচরণ।
নাগরিকদের নিজের পরিবারের বাইরে বাকি সবার সাথে কমপক্ষে ৫ ফুট দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। এদিকে মিসেস মার্কেলের অফিস জানিয়ে যে তিনি নিজেকে কোয়ারেন্টিন করে রাখছেন। এর কারণ ৬৫ বছর বয়সী মার্কেল ভাইরাস আক্রান্ত একজন ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন।
সামনের কয়েকদিন নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।
অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় খুব প্রয়োজনীয় নয় এমন পরিষেবাগুলো বন্ধ করে দিচ্ছে। সোমবার মধ্যরাত থেকে দেশটি পানশালা, ক্লাব, জিমনেশিয়াম, সিনেমা হল ও উপাসনালয়গুলো বন্ধ রাখার কথা জানিয়েছে।
তবে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোকে কেবল টেকওয়ে সেবা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। অর্থাৎ ক্রেতারা কেবল খাবার কিনে নিয়ে যেতে পারবেন। বসে খাওয়ার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় মন্ত্রিসভার বৈঠকের পরে এসব নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
নতুন বিধিনিষেধের কারণে এখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সুপারমার্কেট, পেট্রোল স্টেশন, ফার্মেসী এবং হোম ডেলিভারি পরিষেবা আগের মতোই চলবে।
প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি স্কুলগুলি খোলা রাখতে চান তবে শিশুদের বাবা-মা চাইলে সন্তানদের বাড়িতে রাখতে পারবেন।
সাম্প্রতিক দিনগুলোয় অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৩১৫ জনে পৌঁছায়। কোভিড -১৯ থেকে অস্ট্রেলিয়া জুড়ে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়া দক্ষিণ, পশ্চিম ও উত্তরের সীমান্ত মঙ্গলবার থেকে বন্ধ করে দেয়া হবে।
নতুন নিয়মের অধীনে, বিদেশ আগতদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। এদিকে, তাসমানিয়া, ইতিমধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিউজিল্যান্ডে যেসব সেবা বন্ধ
নিউজিল্যান্ড জানিয়েছে যে এই সপ্তাহে অতি প্রয়োজনীয় নয় এমন পরিষেবাগুলো তারা বন্ধ করতে শুরু করবে। এর আওতায় দেশটির পানশালা, রেস্তোরাঁ, ক্যাফেসহ স্বল্প প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান – বন্ধ করা হবে। স্কুলগুলি পুরোপুরি বন্ধ থাকবে।
গণপরিবহন শুধুমাত্র তাদেরকে ব্যবহার করতে দেয়া হবে যারা সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। দেশের সব মানুষকে বাড়ির ভেতরে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কমপক্ষে চার সপ্তাহের জন্যে এই নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানানো হয়েছে।
সংক্রমণের দ্বিতীয় ধাপে সিঙ্গাপুর
এশিয়ার অন্যান্য দেশগুলির মতো যারা সংক্রমণের প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তবে দেশটি এখন সংক্রমণের দ্বিতীয় পর্যায় অতিক্রম করছে। কারণ বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে আসতে শুরু করেছে।
গত কয়েক দিন ধরে বিদেশ থেকে আসা স্থানীয় বাসিন্দাদের সংখ্যা স্থানীয় সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে যেতে শুরু করেছে। স্থানীয় সংক্রমণের সংখ্যা গত রোববার পর্যন্ত ছিল ২০৮ জন, এবং বিদেশ থেকে ফেরা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে।
এ অবস্থায় দেশটির সরকার এখন পর্যটক এবং এমনকি কাজের পাসধারী কর্মীদেরও দেশে ফিরে আসতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
টোকিও অলিম্পিক স্থগিত হবে?
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, অলিম্পিক গেমসের “সম্পূর্ণ ফর্ম” ধরে রাখা সম্ভব না হলে এবারের আসর স্থগিত করা হতে পারে।
তিনি বলেছেন, গেমস স্থগিতের করা ছাড়া হয়তো তার দেশের আর কোন উপায় নেই, তবে এই আসর বাতিল করার কথা তারা ভাবছেন না। গত সপ্তাহের শুরুতে তিনি যা বলেছিলেন তার সঙ্গে তার এবারের মন্তব্যের মধ্যে এটি নাটকীয় পরিবর্তন দেখা গেছে।
তখন তিনি আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছিলেন যে জাপান সংক্রমণের বিস্তারকে কাটিয়ে উঠবে এবং সমস্যা ছাড়াই অলিম্পিকের আয়োজন করবে। এই জুলাইয়ে জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কানাডা অলিম্পিকে অংশ নেবে না
কানাডা ঘোষণা করেছে যে ২০২০ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসে তারা তাদের কোন দল পাঠাবে না। করোনাভাইরাস ঝুঁকির কারণে তারা নিজেদের ক্রীড়াবিদ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডিয়ান অলিম্পিক কমিটি, আইওসির প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা টোকিও গেমস এক বছরের জন্য স্থগিত করে। কানাডা বলছে যে, বিশ্ব একটি স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছে, যা খেলাধুলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্যে ১৫ লাখ চিঠি
করোনাভাইরাসের ঝুঁকি থেকে বাঁচতে ইংল্যান্ডের ১৫ লাখ মানুষকে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে তারা যেন বাড়িতে থাকেন।
তাদেরকে যে চিঠি পাঠানো হয়েছে বা মোবাইলে ম্যাসেজ পাঠানো হয়েছে সেখানে তাদের দৃঢ়ভাবে ১২ সপ্তাহের জন্য বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রত্যেক নাগরিককে নিজেদের সুরক্ষার কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করতে বলেছেন। এদিকে যুক্তরাজ্যের ধর্মীয় জমায়েত বিধিনিষেধ আরও করা হয়েছে। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। আক্রান্তের সংখ্যা ৫,৬৮৩ জনে পৌঁছেছে।
নিউ ইয়র্কে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা
পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক। সামনে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মূলত চিকিৎসার সরঞ্জাম সরবরাহের যে অভাব রয়েছে সেটা আরও প্রকট হবে বলে নগরীর মেয়র আশঙ্কা প্রকাশ করেছেন।
রোববার বিল দি ব্লাজিও বলেন, আমরা ভয়াবহ সংকটপূর্ণ পরিস্থিতি থেকে মাত্র ১০ দিন দূরে রয়েছি। যদি আমরা পর্যাপ্ত ভেন্টিলেটর না পাই তবে আরও মানুষ মারা যাবে।
নিউইয়র্ক রাজ্যটি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এবং দেশটিতে আক্রান্তের প্রায় অর্ধেকের বাস এই রাজ্যটিতে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩১,০৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৯০ জন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেশব্যাপী চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। তবে এই সরবরাহ যথেষ্ট নয় বলে সমালোচনা করেছেন ব্লাজিও।
ফিলিস্তিনে সংক্রমণ:
বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে, গাজা ভূখণ্ডে করোনাভাইরাসের প্রথম দুজন রোগী শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর পশ্চিম তীরে দু সপ্তাহের জন্য লকডাউন শুরু করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
সিরিয়ায় সংক্রমণ:
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, বলছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আক্রান্ত ব্যক্তিটির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।
কলম্বিয়ার একটি কারাগারে করোনা আতঙ্কে ২৩ জনের মৃত্যু
করোনাভাইরাস নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বোগোটা শহরে দেশটির সবচেয়ে বড় কারাগারে সংঘর্ষে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো বলেছেন, লা মডেলো কারাগারে দাঙ্গার ঘটনায় ৮৩ জন আহত হয়েছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে কারাগারে বন্দিদের উপচে পড়া ভিড় এবং দুর্বল স্বাস্থ্যসেবার বিরুদ্ধে রোববার সারাদেশের কারাগারে থাকা বন্দিরা প্রতিবাদ করেন। বিচারমন্ত্রী বিষয়টি তদন্ত করে দেখছেন।
মিসেস ক্যাবেলো জানান, ৩২ জন বন্দী এবং সাত প্রহরী হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে দুজন প্রহরীর অবস্থা আশঙ্কাজনক।
তবে কারাগারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের দাবি অস্বীকার করে তিনি বলেন: ” এখানে পয়ঃনিস্কাশনের কোন সমস্যা নেই। পরিকল্পনারা করে এই দাঙ্গা বাধানো হয়েছে।” এখানে কারও মধ্যে সংক্রমণ নেই, কোন বন্দী বা হেফাজতকারী বা প্রশাসনিক কর্মচারীর করোনাভাইরাস নেই।
কলোম্বিয়ার বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে, দেশটির ১৩২টি কারাগারে ৮১,০০০ বন্দি ধারণক্ষমতা থাকলেও সেখানে থাকেন এক লাখ একুশ হাজারেরও বেশি বন্দী।
এখনও অবধি কলম্বিয়ায় করোনাভাইরাসের ২৩১ জন আক্রান্ত হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনায় জাতীয় লকডাউন ঘোষণা
মার্চ মাস শেষ না হওয়া পর্যন্ত খাবার ও ওষুধ কেনা ছাড়া দেশের সব নাগরিককে বাড়িতে থাকার ওপর কড়াকড়ি আরোপ করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইউরোপের অনুপাতে পৌঁছায়নি।
সেখানকার সরকার কঠোর অবস্থানে যাওয়ার কারণে এমনটা সম্ভব হয়েছে বলে বিবিসির ক্যাটি ওয়াটসন বলেছেন।
ইউরোপের বিভিন্ন দেশের সবশেষ পরিস্থিতি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশ ইতালিতে রোববার নতুন করে ৬৫১ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৭৬ জনে। নতুন করে মৃত্যুর সংখ্যা শনিবারের চাইতে কম হলেও এটি দ্বিতীয় সর্বোচ্চ
দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির মানুষ প্রায় দুই সপ্তাহ ধরে নিজেদের বাড়িতে অবস্থান করছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও, শতাংশের হিসেবে তা অনেকটাই নেমে এসেছে।
যেমন গত দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৫৩৫৭৮ জন থেকে বেড়ে ৫৯১৩৮ জন হয়েছে। এই বৃদ্ধির হার প্রাদুর্ভাব শুরুর সময়ের তুলনায় সর্বনিম্ন।
এর আগে রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেলা বলেছেন যে, তিনি আশা করেন ইতালি থেকে বিশ্বের অন্যান্য দেশ শিক্ষা নিতে পারে।
এদিকে, স্পেনে একদিনে ৩৯৪ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে, যা দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ চিত্র। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২০ জনে। দেশটির সরকার জরুরী অবস্থা ১ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিতে চাইছেন।
তবে এই প্রস্তাবটি পার্লামেন্টে অনুমোদিত না হলে বাস্তবায়ন করা যাবে না। গত ১৪ই মার্চ থেকে স্পেনের মানুষের চলাচল সীমিত করা হয়েছিল।
রোববার দেশটির সরকার ঘোষণা করেছে যে তারা আগামী ৩০ দিনের জন্য বিমান ও সমুদ্র বন্দরে বেশিরভাগ বিদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করবে।
এদিকে ফ্রান্সে নতুন করে ১১২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৪ জনে। নেদারল্যান্ডস এবং গ্রিসেও মৃত্যুর সংখ্যা ও মামলার সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এই ছুটির দিনে ১০০০ জন ছাড়িয়ে গেছে।


মহাদেশটির রোগ নি

য়ন্ত্রণ কেন্দ্র ঘোষণা করেছে যে, আফ্রিকায় বর্তমানে ১১৯৮ জনের কোভিড -১৯ এ আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।
দুবাই থেকে নিজ দেশ উগান্ডায় ফিরে আসা এক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় গতকাল করোনাভাইরাস ধরা পড়ে। দেশটিতে এটাই প্রথম কারও আক্রান্ত হওয়ার খবর।
এর আগে দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি রোববার মধ্যরাত থেকে সমস্ত ফ্লাইট নিষিদ্ধসহ জনসমাগম নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলেন।
প্রতিবেশী দেশ রুয়ান্ডায়, সরকার ঘোষণা করেছে যে তারা তাদের লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দিতে পারে। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে তারা এই লকডাউন আরোপ করেছিল।
রুয়ান্ডায় এ পর্যন্ত কোভিড-১৯ এ ১৭ জনের আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, এটি পূর্ব আফ্রিকায় সর্বোচ্চ। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে কোভিড -১৯ এ প্রথম কারও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। পেশায় চিকিৎসক ওই ব্যক্তি ফ্রান্স থেকে ফিরেছিলেন। পরে তার মধ্যে করোনাভাইরাস ধরা পড়ে। তবে দেশটিতে ভাইরাস সংক্রমণের পরে ১০৮ জন রোগী সুস্থ হয়েছেন বলে ঘোষণা এসেছে।
রোববার মরক্কোর লোকজনকে ঘরে থাকতে নির্দেশ দেওয়ার জন্য রাস্তায় সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। কাজ করছে পুলিশও। শুক্রবার থেকে দেশটিতে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা কার্যকর আছে।
করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি
বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ১৬ হাজারেরও অধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেনহুবেই প্রদেশ, চীন:৩,১৫৩ইতালি: ৫,৪৭৬স্পেন:১,৭৭২ইরান:১,৬৮৫ফ্রান্স:৬৭৪
বিশ্বব্যাপী তিন লাখ আটাত্তর হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন
চীন:৮১,৪২৬ইতালি:৫৯,১৩৮যুক্তরাষ
্ট্র:৩৩,২৭৬স্পেন:২৮,৭৬৮জার্মানি২৪,৮৭৩

সূত্র: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও আরটিএনএন

Sunday, 15 March 2020

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল দেশব্যাপী বিএমএসএফ'র প্রতিবাদ সমাবেশ



রিপোর্ট : ইমাম বিমান
কুড়িগ্রামে জেলা প্রশাসক সুলতানা পারভীনের দূর্নীতি
তুলে ধরে সংবাদ প্রকাশের জেরে জেলা প্রশাসক
কর্তৃৃক নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল নির্যাতনের বিরুদ্ধে
দেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরাম " বিএমএসএফ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
এ উপলক্ষে দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন "
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ
কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে ১৫ মার্চ এ ঘোষনা
দিয়েছে। সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক
সাংবাদিক আরিফুল ইসলামকে শারীরিক নির্যাতন করে মোবাইল
কোর্টে এক বছরের সাজা প্রদান করায় ১৫ মার্চ একদিকে
আদালত থেকে সাংবাদিক আরিফুলকে জামিনে মুক্তি
অপরদিকে জেলা প্রশাসককে প্রত্যাহার করাই সাংবাদিক
নির্যাতনের বিচার হয়েছে ভাবাটাই ভুল হবে বলে মনে
করে বিএমএসএফ। তাই উপযুক্ত বিচার তথা সাংবাদিক নির্যাতনে
যুগোপযোগী আইন প্রনয়নের দাবী জানানোর
লক্ষে বিএমএসএফ সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর এক
বিবৃতিতে জানান, সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক কতৃক
অনলাইন নিউজ পোর্টাল " বাংলা ট্রিবিউন " কুড়িগ্রাম জেলা
প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে শারীরিক নির্যাতন করে
মোবাইল কোর্টে এক বছরের সাজা প্রদান সহ দেশে
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ১৬ মার্চ দেশব্যাপী প্রতিবাদ
সমাবেশ কর্মসূচির ঘোষনা দিয়েছে। সেই সাথে
সাংবাদিকদের মাঝে সকল বিরোধ ভুলে জাতীয় স্বার্থে
ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান বিএমএসএফ নেতৃবৃন্দ।
এ বিষয় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
আহমেদ আবু জাফর জানান, সম্প্রতি কুড়িগ্রামে ঘটে যাওয়া
সাংবাদিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
বিএমএসএফ গত ১৪ মার্চ প্রতিবাদ জানিয়ে জুডিসিয়াল তদন্তের
দাবি করে বলা হয়েছে, সরকারের কিছু আমলা কামলারা
গণমাধ্যমের টুটি চেপে নি:শ্বেষ করতে চাইছে। তার
প্রমান হলো কুরিগ্রাম জেলা প্রশাসকের প্রতিহিংসার শিকার
হয়ে সম্প্রতি সাংবাদিক আরিফ নির্যাতনের শিকার, চট্টগ্রামে
সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার শিকার হয়েছেন
বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেলসহ ৩
সাংবাদিক, এলজিইডি'র অফিসের মধ্যেই কর্মচারী ও ঠিকাদাররা
মিলে হামলা চালিয়ে নারী সাংবাদিক সাবরিন জেরিন দম্পতিকে
পিটিয়ে আহত, ঢাকার সিনিয়র ফটো সাংবাদিক কাজল
নিঁখোজের ৬দিন অতিবাহিত হলেও রাষ্ট্রের পক্ষ থেকে
তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। আজ সাংবাদিকরা পুলিশ
ও সরকারি কর্মচারীদের দূর্ণীতির বিরুদ্ধে একমাত্র
পথের কাটা। তাই আজ পুলিশও সাংবাদিকদের ওপর চরমভাবে
ক্ষুব্ধ। আজ সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য প্রকাশের
স্বাধীনতা, সাংবাদিকদের তালিকা প্রনয়ন সহ ১৪ দফা দাবী সহ
বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও
সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দেশের গণমাধ্যমের
অস্থিশীলতা নিরসনে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর
হস্তক্ষেপ কামনা করেন।

বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে রজত জয়ন্তী, শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন,,

মফস্বল শিক্ষা সংবাদ:
সিলেটের কানাইঘাট উপজেলার বিদ্যাপীঠ আলহাজ্ববশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে রজত জয়ন্তী, শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানটি আলহাজ্ব বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ের  ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল আলম বিলাল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মখলিছুর রহমান ও দেলওয়ার হোসাইন এর যৌথ পরিচালানায় প্রধান শিক্ষক নুরুল আমিনের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালায়ের  কলেজ পরিদর্শকব তাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান ও সভানেত্রী কানাইঘাট উপজেলা মহিলার আওয়ামিলীগ, বক্তব্য রাখেন, আব্দুল বাসিত প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এমসি কলেজ সিলেট,বক্তব্য রাখেন শফিউল আলম জুয়েল ব্যক্তিগত কর্মকর্তা মাননীয় পররাষ্ট্র মন্ত্রী , এখলাছে এলাহী সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা, এড.আব্দুছ ছাত্তার এ.পিপি সিলেট জজ কোর্ট, এড.তাজ উদ্দীন মাখন সিনিয়র আইনজীবী সিলেট জজ কোর্ট , কবির আহমেদ সভাপতি ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থা , আব্দুল  মতিন প্রধান শিক্ষক গাছবাড়ি ইউনাইটেড কিন্ডারগার্টেন, লুকমান আহমেদ প্রধান শিক্ষক গাছবাড়ি পাবলিক স্কুল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ মানাবাধিকার সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,সাংবাদিক জায়নাল আবদীন,অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন, আবুল কালাম,  জয়নাল , রুহেল,ইলিয়াস , বুলবুল,শরফ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটির প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিল কমলমোতি শিক্ষার্থীবৃন্দ।

Monday, 2 March 2020

মুজিব বর্ষ উপলক্ষে বিএমএসএফ'র সদস্য সংগ্রহ চলছে

বিশেষ সংবাদ:
 মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী বিএমএসএফ'র সদস্য সংগ্রহ চলছে। সাংবাদিকদের দক্ষ ও পেশাদারিত্ব সৃষ্টিতে বিএমএসএফ দেশব্যাপী প্রশিক্ষনের আয়োজন করছে। চলতি মাসেই প্রথম কোর্সটি চালু হবে। পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলায় প্রশিক্ষন কোর্সটি চালু করা হবে। সাংবাদিকতায় আগ্রহী নতুনরাও এই প্রশিক্ষনের সুযোগ পাবেন। সাংবাদিকতা প্রাসঙ্গিক প্রাথমিক ধারণাপত্র, সংবাদ লেখার কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হবে।
এদিকে বিএমএসএফ'র আওতাধীন সকল শাখাসমুহকে আগামি ১৫ মার্চের মধ্যে কমিটির হালনাগাদ সদস্য তালিকা কেন্দ্রে bmsf.bd24 @ gmail.com ঠিকানায় পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দেশের সাংবাদিকদের দক্ষ, পেশাদার ও সাহসী করে গড়ে তুলতে এ প্রয়াস গ্রহন করেছে। প্রশিক্ষনটি সরাসরি ও অনলাইনেও সম্পাদন করা যাবে। ৩/৫/৭ দিনব্যাপী নিজখরচে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষনটি যারা বিশেষ করে কোন ধরনের প্রশিক্ষন পাননি তাদের জন্য বিশেষ গুরুত্ববহন করবে।
যারা বিএমএসএফ'র ১৪ দফা দাবির প্রতি আন্তরিক এবং বিএমএসএফকে মনেপ্রাণে লালন করেন কেবল তাদেরকেই সদস্য ফরম সংগ্রহ করে জমা দেয়ার জন্য আহবান করা যাচ্ছে। আগ্রহীরা বিএমএসএফ'র কেন্দ্রীয় কার্যালয়ের ০২৯৫৮২৫২০, ০১৭১৬৯৫৬৩৩০, ০১৭১২৩০৬৫০১ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

"দিল্লিতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাছবাড়ী ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল,,

ইসলামিক :
  ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনসহ মসজিদ-মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করে সিলেট জেলার কানাইঘাট উপজেলার  গাছবাড়ী ছাত্র সমাজ।রবিবার (১ মার্চ) গাছবাড়ী ডিগ্রী কলেজ   গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গাছবাড়ী মর্ডান একাডেমী স্কুল  গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।এ সময় দিল্লির আক্রান্ত মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন গাছবাড়ী  ছাত্র সমাজ।বিক্ষোভ মিছিল শেষ করে  এক সমাবেশের আয়োজন করা হয়।

 উক্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর এখন সেই মুসলমানদের সাথে মোদি সরকার নিপীড়নমূলক  আচরণ করছে।ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তারা মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেদ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।সমাবেশে অনতিবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

Sunday, 1 March 2020

গাছবাড়ী প্রশাসনিক থানার দাবীতে ছাত্র সমাজের বিশাল মানববন্ধন

বিশেষ সংবাদ:
কানাইঘাটের গাছবাড়ী প্রবাসী অধ্যুষিত একটি জনবহুল এলাকা। গাছবাড়ী অঞ্চলের ৩ ইউনিয়ন বাণিগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক জনগণের দীর্ঘ ২ যুগের দাবী গাছবাড়ী থানা বাস্তবায়ন।
এ দাবীতে গাছবাড়ী ছাত্র সমাজের ব্যানারে এক মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১ মার্চ) সকাল ১১টায় গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সামনে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী-শিক্ষক, রাজনৈতিক দল,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা এলাকার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে প্রবাসী অধ্যুষিত গাছবাড়ী এলাকায় পূর্ণাঙ্গ থানা বাস্তবায়নের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার হাজার হাজার প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে সরকারের উন্নয়নে অবদান রাখছেন। কিন্তু তারপরও শিক্ষা-দীক্ষায় এগিয়ে গাছবাড়ী অঞ্চল দীর্ঘদিন ধরে অনেক ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। গাছবাড়ী থানা নির্মাণের জন্য সরকারী ভাবে ঘোষণা করা হলেও তা ফাইলবন্দি রয়েছে । গাছবাড়ীতে থানা ও এলাকার উন্নয়নে বৈষম্য সৃষ্টি করা হলে এলাকাবাসী সামাজিক আন্দোলন গড়ে তুলবেন বলে মানববন্ধনে হুশিয়ার উচ্চারন করেন।

গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন এর সভাপতিত্বে ও গাছবাড়ী ছাত্র সমাজের সদস্য  সিনিয়র রোভারমেট সাইদুর রহমান নাবিল ওরেজাউল করিম মছরুরের যৌথ পরিচালনায় হা.মাওদুদ আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী ছাত্র সমাজের  তৌহিদুল অাম্বিয়া।
মানববন্ধনে গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসা, গাছবাড়ী অাইডিয়্যাল কলেজ, গাছবাড়ী মডার্ণ একাডেমী, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়, অালহাজ্ব বশির অাহমদ উচ্চ বিদ্যালয়, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাছবাড়ী পাবলিক স্কুল, গাছবাড়ী সামিট মাদরাসা, গাছবাড়ী ইউনাইটেড কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে
“এক দফা এক দাবী – থানা হবে গাছবাড়ী” , “অার কোন দাবী নাই- গাছবাড়ী থানা চাই”এ রকম বিভিন্ন দাবী সংবলিত প্লেকার্ড নিয়ে অামজনতা স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার প্রভাষক আতিক আহমদ শামীম, গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম অাহ্বায়ক মিসবাহ উদ্দিন, গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, সাংবাদিক তাওহীদুল ইসলাম,সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, সাংবাদিক আজাদ জয়নাল, অাব্দুর রাজ্জাক, গাছবাড়ী সামিট মাদরাসার ভাইস প্রিন্সিপাল মিজান অাহমদ, ব্যবসায়ী মহি উদ্দিন শিকদার, শিক্ষক ইমরান অাহমদ, গাছবাড়ী ছাত্র সমাজ নেতৃবুন্দের মধ্যে বক্তব্য রাখেন আহমদ সুলাইমান,আবু হুরায়রা, তৌহিদুল আম্বিয়া, জুবের আহমদ, হাফিজ আমিন উদ্দিন, জুনেদ আহমদ বুলবুল, হাফিজ আব্দুশ শহীদ, শাকিল আহমদ, সেলিম আহমদ,রায়হান আহমদ, সুফিয়ান আহমদ প্রমুখ।