বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ একটি
জনবহুল দেশ।এখানে সর্বসস্হরের মানুষ দীর্ঘ যাবত
নিরবিচ্ছিন্ন সুখ-শান্তিতে বসবাস করে আসছিলেন।সাংবাদিকতা
হচ্ছে মহান পেশা, এই দেশের বিকল্প পার্লামেন্ট বলা হয়
জাতির বিবেকদের। কিন্তু সম্প্রীতি নব্যসন্তানের
উপদ্রব্যের সাংবাদিকদের নানা ভাবে, হামলা- মামলা,নির্যাতিত ও
লাঞ্চিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে জাতির বিবেকদের অবস্থা যদি
এমন হয় তা হলে সাধারণ জনগণের অবস্থা কেমন হবে?
প্রতিনিয়ত দেখা যাচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, দালালদের
বিরুদ্ধে,নেতাদের বিরুদ্ধে,হলুদ বাজদের
বিরুদ্ধে,সিন্নিকেটদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন
কাজে বিভিন্ন সময় হয়রানিকারীদের বিরুদ্ধে এমন কি বিভিন
পেশার লোকদের স্যার না বলায় নিয়মিত হামলা- মামলা, নানা
ভাবে নির্যাতনে শিকার হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভের।
তাদের দ্বারা সংঘটিত,খুন, রাহাজানি, নিত্য দিনের ঘটনা।বিভিন্ন
অবকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলে প্রাণ
নাশের হুমকি দেওয়া হয়।এমন ঘটনা আমি এবং জাতির
বিবেকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরামের পক্ষ থেকে নব্যমাস্তানদের ঘটানোর
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সকল সন্ত্রাসীদের
দূত সঠিক বিচার সাপেক্ষ ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়ে
সাংবাদিকসহ জনজীবনের নিরাপত্তাবোধ শান্তি ফিরিয়ে আনার
জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি,এবং
সেই সাথে সকল জাতির বিবেকের সততার এবং নিষ্ঠার সাথে
কাজ করার আহবান জানাচ্ছি। ঐধরনের প্রতিক্রিয়াশীল
মীরজাফরি চরিত্রের হিংসাক্ত দৃষ্টি থেকে সমাজ এবং দেশ
কে রক্ষা করার জন্য শক্তি এবং শুভ বুদ্ধির প্রয়োজন।যদিও
তাদের প্ররাভূত করা কঠিন ব্যাপার। ঐসকল অপকর্ম
কারীদের সকল অপকর্ম খতিয়ে দেখার দরকার। এই জন্য
সরকারের সংশ্লিট মহলের প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া
উচিত।
আসুন সকল জাতির বিবেক ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ
এবং প্রতিরোধ গড়ে তুলি।
লেখক-সাংবাদিক
সদস্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
No comments:
Post a Comment