Wikipedia

Search results

Tuesday, 31 December 2019

তিনচটি নয়াগ্রম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আসবেন মাওঃ মাহমুদুল হাসান


আগামী ১৮ জানুয়ারি রোজ শনিবার তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আসবেন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন, চ্যানেল ২৪ এর উপস্হাপক মাওঃ মাহমুদুল হাসান। 
আগামী ১৮জানুয়ারি রোজ শনিবার তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২০২০।

Monday, 30 December 2019

মহামান্য রাষ্ট্রপতির পুত্র এমপিকে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

 বিশেষ সংবাদ
মহামান্য রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিককে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার বিকেলে তিনি ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় অংশ নিলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নাগরিক ফোরাম সদস্য রুহুল আমিন রুবেল ও বশির আহম্মেদ খলিফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

Thursday, 26 December 2019

সাংবাদিকদের ঐক্যবদ্ধতাই ত্রাসের রাজত্বের অবসান ঘটাবে- সিদ্দিকুর রহমানআদিল

 বিশেষ প্রতিনিধি 


বাংলাদেশ একটি জনবহুল দেশ।এখানে সর্বসস্হরের মানুষ দীর্ঘ যাবত নিরবিচ্ছিন্ন সুখ-শান্তিতে বসবাস করে আসছিলেন।সাংবাদিকতা হচ্ছে মহান পেশা, এই দেশের বিকল্প পার্লামেন্ট বলা হয় জাতির বিবেকদের। কিন্তু সম্প্রীতি নব্যসন্তানের উপদ্রব্যের সাংবাদিকদের নানা ভাবে, হামলা- মামলা,নির্যাতিত ও লাঞ্চিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে জাতির বিবেকদের অবস্থা যদি এমন হয় তা হলে সাধারণ জনগণের অবস্থা কেমন হবে? প্রতিনিয়ত দেখা যাচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে,নেতাদের বিরুদ্ধে,হলুদ বাজদের বিরুদ্ধে,সিন্নিকেটদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন কাজে বিভিন্ন সময় হয়রানিকারীদের বিরুদ্ধে এমন কি বিভিন পেশার লোকদের স্যার না বলায় নিয়মিত হামলা- মামলা, নানা ভাবে নির্যাতনে শিকার হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভের। তাদের দ্বারা সংঘটিত,খুন, রাহাজানি, নিত্য দিনের ঘটনা।বিভিন্ন অবকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।এমন ঘটনা আমি এবং জাতির বিবেকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নব্যমাস্তানদের ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সকল সন্ত্রাসীদের দূত সঠিক বিচার সাপেক্ষ ত্রাসের রাজত্বের অবসান ঘটিয়ে সাংবাদিকসহ জনজীবনের নিরাপত্তাবোধ শান্তি ফিরিয়ে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি,এবং সেই সাথে সকল জাতির বিবেকের সততার এবং নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানাচ্ছি। ঐধরনের প্রতিক্রিয়াশীল মীরজাফরি চরিত্রের হিংসাক্ত দৃষ্টি থেকে সমাজ এবং দেশ কে রক্ষা করার জন্য শক্তি এবং শুভ বুদ্ধির প্রয়োজন।যদিও তাদের প্ররাভূত করা কঠিন ব্যাপার। ঐসকল অপকর্ম কারীদের সকল অপকর্ম খতিয়ে দেখার দরকার। এই জন্য সরকারের সংশ্লিট মহলের প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া উচিত। আসুন সকল জাতির বিবেক ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি।
   লেখক-সাংবাদিক
সদস্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।