Wikipedia

Search results

Thursday, 28 January 2021

তরুনরাই লড়বে শেখ-হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়বে-সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আবকর চৌধুরী কোহিনূর,,


  • বিশেষ প্রতিনিধিঃ- সিলেটের কানাইঘাট উপজেলার দ্বীন মজুরের কর্মস্থল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ৯নং রাজাগঞ্জ ইউপির উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে স্বাধীনতার প্রতিক নৌকা মার্কা উপহার দেন তাহলে আমি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি এই ইউনিয়নের মানুষের খেদমত করতে প্রস্তুত।তিনি জানান- আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে৯নংরাজাগঞ্জ ইউনিয়নে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহি সদস্য ও আলী আকবর চৌধুরী কোহিনূর নির্বাচন করব। ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি রাজাগঞ্জ ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি নির্বাচনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।ফেব্রুয়ারির প্রথম দিকে ইসি এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। এর আগে আগামী অক্টোবরে মামলার জটে আটকে থাকা দুই শতাধিক ইউপিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চলছে দলীয় মনোনয়ন ও প্রতীকে নির্বাচন হওয়ায়। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন , উপজেলার প্রায় সিংহভাগ মানুষ কোন না কোন দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত,সবার দোয়া কামনা করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর চৌধুরী কোহিনূর । দলীয় মনোনয়ন পেতে দলীয় জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি ৯নংরাজাগঞ্জ ইউপির মানুষের সুখ দুঃখ হাসি কান্না কে তিনি আপন চিত্তে গ্রহন করে তাদের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এছাড়া ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ড সহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, পাচার, এসিড সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় ৯নং রাজাগঞ্জ ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, দল ও জনগণ আমাকে সমর্থন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ।

Wednesday, 20 January 2021

" বিসিআইসির নতুন চেয়ারম্যান এহসানে এলাহী কে মফস্বল টিভির পক্ষ থেকেঅভিনন্দন ,,

  •  


বিশেষ প্রতিনিধি:- সিলেটের কৃতি সন্তান জনাব এহসানে এলাহী কে গ্রেড-১পদে সচিব পদ মর্যাদায় পদোন্নতি প্রাপ্ত হলেন।বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন  (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এহছানে এলাহী বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মোঃ এহছানে এলাহী। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(বিআরটিসির চেয়ারম্যান) হিসেবে কর্মরত ছিলেন। মোঃ এহছানে এলাহী ১৯৯১ সালে বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী, সৎ ও চৌকস কর্মকর্তা হিসেবে তিনি সুনাম ও দক্ষতার সাথে মাঠপ্রশানে দায়িত্বপালন করেছেন।

সাংবাদিক ফরিদ মোস্তফার স্থায়ী জামিন নয় অব্যাহতি চাই: 


 বিএমএসএফ ঢাকা বুধবার ২০ জানুয়ারী ২০২০: বরখাস্তকৃত ওসি প্রদীপের সাজানো অস্ত্র ও মাদকের দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আলোচিত সাংবাদিক দৈনিক জনতারবানী ও কক্সবাজারবানীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। বুধবার ২০ জানুয়ারী ককসবাজার জেলা দায়রা জজ মোঃ ইসমাইল সাংবাদিক ফরিদুলকে স্থায়ী জামিনের আদেশ দেন। এর আগে মাদক ও ঘুষের বিরুদ্বে লেখালেখির কারনে উক্ত মামলা দুটিসহ ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ীদের সাজানো ৬ মামলায় টানা ১১ মাস ৫ দিন জেলে ছিলেন সাংবাদিক ফরিদুল। একে একে সব মামলায় জামিন নিয়ে গত বছরের ২৭ আগষ্ট তিনি কারামুক্ত হন। বুধবার সাংবাদিক ফরিদুলের পক্ষে স্থায়ী জামিনের জন্য তার প্রধান আইনজীবি ও বিএমএসএফ'র আইন উপদেষ্টা এড,আবদুল মন্নান,এড,আমানুল্লাহ আমানু,এড,রেজাউল করিম,এড,আয়াতুল্লাহ খুমেনী,এড,এম এম ইমরুল শরীফ,এড,মোঃ ইসলাম,এড,শেখ নেওয়াজ রানা সহ ডজনখানেক আইনজিবী শুনানী করেন। ফলে জেলা দায়রা জজ মোঃ ইসমাইলের আদালত ফরিদুলকে ২ মামলায় স্থায়ী জামিন দেন। জামিনের পর ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেন,লেখালেখির কারনে টেকনাফের সেই কুলাংগার ওসি প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ীদের সাজানো অস্ত্র ও মাদক মামলায় স্থায়ী জামিন পেলাম আজ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জেলা দায়রা জজ জনাব মোঃ ইসমাইল মহোদয়,বিচার বিভাগ,আইনজীবী, সকল গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট মহল। যারা সেই থেকে এই পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে থেকে আমিও আমার পরিবারকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,বিভিন্ন গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক নেতা,মানবাধিকার সংগঠন,কারা প্রশাসন,জেলা প্রশাসনও সম্মানিত চিকিৎসক,সহকর্মী সম্পাদক, সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক,অনলাইন,সামাজিক যোগাযোগ ফেইসবুক ব্যবহারকারীসহ দেশী বিদেশী অগনিত পাঠক ভক্তদের উপকার ও ভুলার নয়। মিথ্যা মামলাবাজ ও নৈপথ্য ষড়যন্ত্রকারীও তাদের আশ্রয় প্রশয় দাতাদের বিচার আসমান জমিনের মালিকের কাছে দিলাম। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে শুধু জামিন নয়,সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের সব মিথ্যা মামলা প্রত্যাহার করে জড়িতদের শাস্তির দাবী জানান। 

এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ফরিদ মোস্তফার সকল মামলা প্রত্যাহারের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় সীমা বেধে দেয়া হয়েছিল


। কিন্তু অদৃশ্য কারনে মামলাগুলো আজও প্রত্যাহার হয়নি। দ্রুত সরকারের পক্ষ থেকে মামলা ছয়টি প্রত্যাহারের ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়।